অষ্টমবারের মত রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি বাঘার সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক:
অষ্টমবারের মত চলতি মাসেও রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঘা থানার ওসি মো. সাজ্জাদ হোসেন। গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে ওসি সাজ্জাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)।  গতকাল সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জানতে চাইলে ওসি সাজ্জাদ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মাসেও ওসি সাজ্জাদ রাজশাহী রেঞ্জের সাতটি জেলার ৭২ টি থানা ওসির মধ্যে সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। ওসি সাজ্জাদ হোসেন সাজু ২০২১ সালের জুলাই মাসে বাঘা থানায় ওসি হিসেবে যোগদান করেন। তিনি পর পর আট বার জেলার শ্রেষ্ঠ ও রেঞ্জের দুইবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
ওসি সাজ্জাদ হোসেনকে এলাকার জনগণ দেখা পেয়েছে খেলার মাঠ ক্রিকেট খেলতে গিয়ে। এরপর ফুটবল খেলা চলাকালে মাইকে খেলার ধারাভাষ্যকার হিসেবেও চমৎকার উপস্থাপনা বাঘার সর্বসাধারণের মনকে করেছেন জয়। ব্যাটমিন্টনও খেলেন তিনি থানা চত্ত্বরেই; যা ইতোমধ্যেই স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে। ২০০১ সাল থেকেই পুলিশ বিভাগে চাকরি জীবনে ওসি হয়ে ২২ বছর ধরে গৌরবময় সাফল্য ও সততার সঙ্গে কাজ করে আসছেন।
রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী  শাহরিয়ার আলমের এপিএস সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন অত্যন্ত ভালো মানুষ। তিনি রাজশাহী বিভাগ ও জেলায় বার বার শ্রেষ্ঠত্ব অর্জন করছেন। এটি ভালো লাগার এবং বাঘাবাসীর জন্য আনন্দের বিষয়। তিনি অত্যন্ত ভালো, সৎ, যোগ্য ও নির্ভীক অফিসার। তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করায় থানা এলাকায় অপরাধ দমনসহ মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা থানায় যোগদানের পর থেকে
এলাকায় মাদক সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে। পুলিশি সেবাগ্রহীতাদের এখন আর দুর্ভোগ পোহাতে হয় না। মাদক, সন্ত্রাস, ইমু হ্যাকার আটক এবং দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার অভিযানেও সফল হয়েছেন তিনিসহ তার অধিনস্ত কর্গমচারীরা। বাঘা থানাকে দালালমুক্ত ও মাদকমুক্ত থানা হিসেবে ঘোষণা দেন সাজ্জাদ হোসেন। এরই মধ্যে মাদক কারবারি, সেবনকারীনহ হ্যাকার দের মনে আতঙ্কের সৃষ্টি করেছেন তিনি।
জানতে চাইলে বাঘা থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘পুলিশ জনগণের সেবক। আমিও নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আর এই বিষয়টি মাথায় রেখে আমি আমার দায়িত্বটুকু পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করি।’
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বলেন, ‘ওসি সাজ্জাদ পুলিশ বিভাগে অফিসারদের জন্য মডেল বলা চলে। তার মত চৌকস অফিসারদের জন্যই জনগণের কাছে পুলিশ বাহিনী ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আমরা এমন অফিসারদের গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’
স/আর