সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অলিম্পিক পদকজয়ী সিন্ধুর ভূমিকায় দীপিকা!

Paris
সেপ্টেম্বর ২০, ২০২১ ৩:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বলিউডের প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে এবার দেখা যাবে অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধুর চরিত্রে। ভারতের এই ব্যাডমিন্টন খেলোয়ারের বায়োপিক নির্মিত হবে, সেখানে প্রধান চরিত্রে থাকছেন দীপিকা।এমনই গুঞ্জন বলিউডে।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ইনস্টাগ্রামে একটি মেকআপ বিহীন সেলফি শেয়ার করেন দীপিকা। এই ছবিটি ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কিছুদিন আগেই অলিম্পিকে পদকজয়ী ভারতের ব্যাডমিন্টন খেলোয়ার পি ভি সিন্ধুর সঙ্গে ডিনার করেছেন দীপিকা এবং রণবীর সিং। সোশ্যাল সাইটে সেই ছবিও শেয়ার করেছেন এই দম্পতি। শিগগিরই পি ভি সিন্ধুর বায়োপিকের শুটিং শুরু হতে পারে রণবীর-দীপিকা এবং সিন্ধুর কথাবার্তা দেখে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

সবসময়ই মেকআপে ধরা দিলেও পি ভি সিন্ধু ক্রীড়াবিদ হওয়ায় এ বায়োপিকে মেকআপ ছাড়াই দেখা যাবে দীপিকাকে। তবে এ বিষয়ে এখনও কোনো অফিসিয়ালি ঘোষণা আসেনি। দীপিকা বা  পি ভি সিন্ধুও এ বিষয়ে কথা বলেননি। তবে বলিউডে জোর গুঞ্জন পি ভি সিন্ধুর বায়োপিকে দেখা যাবে দীপিকাকে!

এদিকে চার বছর পর হলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। অভিনয়ের বাইরে সিনেমাটির প্রযোজকও এই নায়িকা। এসটিএক্স ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে দীপিকার ‘কা প্রোডাকশনস’।

এদিকে দীপিকা ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। সিদ্ধার্থ আনন্দ নির্মিত সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে। একই নির্মাতার ‘ফাইটার’ সিনেমাতেও অভিনয় করতে যাচ্ছেন দীপিকা।

মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকা অভিনীত ‘৮৩’ সিনেমা। কবির খান পরিচালিত এ সিনেমাটি হতে যাচ্ছে রণবীর-দীপিকা জুটির চতুর্থ সিনেমা। এছাড়া শকুন বাত্রার একটি সিনেমাতেও দেখা যাবে দীপিকাকে।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - বিনোদন