অর্ধ-ডুবন্ত জাদুঘর

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

একেবারে সাগরের মাঝে বিচ্ছিন্ন এক স্থাপনা। জোয়ার-ভাটার পানিতে কখনো ডুবছে কখনো ভাসছে- এমনই এক অদ্ভুত জাদুঘর তৈরি করছে মালদ্বীপ।

মালদ্বীপ ডুবে যাচ্ছে সমুদ্রে। বিষয়টি অনেক দিন ধরেই ধীরে ধীরে বাস্তবতা হয়ে উঠেছে। আর এ বিষয়টিকে সবার সামনে তুলে ধরতে মালদ্বীপে তৈরি করা হয়েছে অর্ধ-ডুবন্ত জাদুঘরের।

বিশ্বে প্রথমবারের মতো সেই অর্ধ-ডুবন্ত জাদুঘর তৈরি করছে মালদ্বীপ। এই গ্রীষ্মের শুরুতে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড কর্তৃপক্ষ এ জাদুঘর নির্মাণের ঘোষণা দিয়েছে। এটা হবে বিশ্বের প্রথম এ ধরনের স্থাপনা।

পুরোপুরি পানির নিচে ডুবে থাকবে না এ জাদুঘর। অর্ধেক পানির নিচে, অর্ধেক ওপরে- এভাবেই তৈরি করা হবে। মূলত বিশ্বের পর্যটকরা যাতে শৈবাল অঞ্চল সংরক্ষণের বিষয়ে সচেতন হন জাদুঘরটি সে কাজেও ব্যবহার করা হবে।

পানির নিচে ভাষ্কর্য পার্ক ও অন্যান্য স্থাপনাও রয়েছে সেখানে। জাদুঘরটি নির্মাণের সঙ্গে জড়িত পরিবেশবিদ জেসন ডি সাইরেস টেইলর জানান, স্থাপনাটি হবে সুরক্ষিত। জাদুঘরটি মালদ্বীপের শৈবাল রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে কাজ করবে।
সূত্র : সিএনএন