অর্থ আত্মসাতের দায়ে সমবায় সমিতির বিরুদ্ধে মামলার সুপারিশ সংসদীয় কমিটির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিসহ দেড় শতাধিক সমবায় সমিতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনেও (দুদকে) নথি পাঠানোর সুপারিশ করা হয়েছে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

বৈঠকে উপস্থিত কমিটির একজন সদস্য বলেন, সমবায় অধিদফতর কর্তৃক লাইসেন্সকৃত কো-অপারেটিভ সোসাইটি ও মাল্টিপারপাস কো-অপারেটিভভুক্ত সমিতির নামে জনগণের অর্থলোপাটের বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এ কমিটির সদস্য ও ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, কমিটির সুপারিশে মন্ত্রণালয় থেকে যে তদন্ত হয়েছে, তাতে এসব সমিতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাই কমিটি এসব নথি দুদকের হাতে দেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। সমবায় অধিদফতরে লাইসেন্সকৃত কো-অপারেটিভ সোসাইটি এবং মাল্টিপারপাস কো-অপারেটিভভুক্ত এ ধরনের সমিতির সংখ্যা দেড় শতাধিক বলেও জানান তিনি।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী ওয়াসার কন্সট্রাকশন অব সারফেইস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রজেক্ট-এর কার্যক্রম দ্রুত শুরু করে রাজশাহীর জনগণের জন্য সুপেয় পানি নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের সোনা দিঘি উদ্ধার করে আগের ঐতিহ্যে ফিরিয়ে আনার সুপারিশ করা হয়।

 

বৈঠকে গুলশান বারিধারা লেক প্রকল্প, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির তৎকালীন প্রশাসকদের বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪২ জন কমকর্তা-কর্মচারীর অনিয়মের কারণে লঘু শাস্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফজলে হোসেন বাদশা। তবে এসব বিষয়ে কমিটির পক্ষ থেকে আপাতত কোনও সুপারিশ আসেনি বলেও জানান তিনি।

 

কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি-এর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনে, স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা, আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী এমপি, রাজি উদ্দীন আহমেদ এমপি, এ কে এম মোস্তাফিজুর রহমান এমপি এবং ফজলে হোসেন বাদশা এমপি।

সূত্র: বাংলা ট্রিবিউন