সোমবার , ২৪ এপ্রিল ২০১৭ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ম্যাটিসের কাবুল সফরের সময় মার্কিন ঘাটিতে তালেবান হামলা

Paris
এপ্রিল ২৪, ২০১৭ ১০:৩৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানের খোস্ট প্রদেশে একটি মার্কিন ঘাটিতে গাড়িবোমা হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। তবে এই হামলার বিস্তারিত কিছু জানান নি স্থানীয় কর্মকর্তারা। এসময় কাবুল সফরে ছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। প্রদেশের গভর্নরের মুখপাত্র মুবারেজ মোহাম্মদ জাদরান বলেন, হামলাকারী ক্যাস্প চ্যাপম্যানের সামনে একটি গাড়ি বিস্ফোরিত করে। ক্যাম্পটি মার্কিন বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। তিনি বলেন, ‘আমি হামলা সম্পর্কে অবগত আছি। কিন্তু এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব না।’

 

আফগানিস্তানে দায়িত্ব পালন করা মার্কিন সামরিক মুখপাত্র ক্যাপ্টেন উইলিয়াম স্যালভিন এই হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন,  কয়েকজন আফগান নাগরিক হতাহতের শিকার হয়ে থাকতে পারেন। তবে কোনও মার্কিন এতে প্রাণ হারান নি।

 

তিনদিন আগেই একটি সেনাঘাটিতে তালেবান হামলায় প্রাণ হারিয়েছেন ১৪০ জনেরও বেশি আফগান সেনা। ওই হামলার জেরে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আব্দুল্লাহ হাবিবি ও সেনাপ্রধান কদম শাহ শাহিম।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক