অভিষেক হচ্ছে নাঈমের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। পরাজয়ের ঘূর্ণাবর্তেই থাকছে দল। নানা পরিবর্তন এনেও কাজ হচ্ছে না। ত্রিদেশীয় সিরিজে ঢাকা পর্বে মাঠে নামার সুযোগই পাননি তিন ক্রিকেটার। চট্টগ্রাম পর্বে বাদ পড়েছেন তারাই।

এ পর্বে দুই ম্যাচের জন্য পাঁচজন নতুন করে স্কোয়াডে এসেছেন। তাদের মাঠে নামা নিয়েও একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তবে সেই শঙ্কার মধ্যে উঁকি মারছে নাঈম শেখের খেলার সম্ভাবনা। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। এমন ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে তার। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হতে পারে নাঈমের।

মঙ্গলবার অনুশীলনে নেটে ব্যাটিং করছিলেন নাঈম। পাশে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। শিষ্যের কয়েকটি শট দেখে দারুণ খুশি হয়েছেন তিনি। তাই ধারণা করা হচ্ছে, এদিন স্বাগতিকদের ওপেনিংয়ে লিটন দাসের পার্টনার হতে পারেন নাঈম।

অধিকন্তু গেল মাসে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে করা দুর্দান্ত পারফরম্যান্স তার পক্ষে সাফাই গাইছে। ৫০ ওভারের ম্যাচে ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। সেন্টার উইকেটে বড় শট খেলতে সিদ্ধহস্ত নাঈম। এখন দেখার যাক, জাতীয় দলের শুরুতে কেমন করেন।