অভিভাবক জটিলতায় স্পেন যাওয়া হলো না দাবাড়ুর

বিশ্বজুড়ে ৪৫০ উদীয়মান প্রতিভাবান দাবাড়ুর মধ্যে ১২ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করেছিল বিশ্ব দাবা ফেডারেশন। সেই ১২ জনের মধ্যে একজন ছিলেন বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। ২৭ মার্চ-২ এপ্রিল স্পেনে বিশ্বখ্যাত দুই গ্র্যান্ডমাস্টার জুডিথ পোলগার এবং আর্থার ইউসুপোভ ১২ জন দাবাড়ু–কে অনুশীলন করাবেন। কিন্তু এমন এক মঞ্চে অভিভাবকের ভিসা জটিলতায় আর স্পেন যাওয়া হচ্ছে না সাকলাইনের।