অবৈধ ভিওআইপির ১১ হাজার সিমসহ ৮ জন গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অবৈধ ভিওআইপির ১১ হাজার সিম ও বিভিন্ন সরঞ্জামসহ ৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিটিআরসি।

সোমবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিটিআরসি জানায়, ঢাকার মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা এবং উত্তরা পশ্চিম থানা এলাকায় ৬টি আবাসিক ভবনে  অভিযান চালিয়েছে তারা।

৯ সেপ্টেম্বর হতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাবের সহায়তায় চালানো এসব অভিযানে টেলিটকের ৫ হাজার ৭৫টি, এয়ারটেল ও রবির ৩  হাজার ৮৯৭টি, গ্রামীণফোনের ১ হাজার ৪১৪টি, বাংলালিংকের ৪২৬টি, র‍্যাংকসটেলের ১২০টি ও বাংলালায়নের ১৫টি সিম জব্দ করে তারা।

এছাড়া  রাউটার, মডেম, সিমবক্সসহ বিভিন্ন ভিওআইপি যন্ত্রপাতিও জব্দ করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা এবং উত্তরা পশ্চিম থানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ -এ মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহুরুল হক বলেছেন, অবৈধ ভিওআইপি ধরতে আধুনিক ও আর্ন্তজাতিক মানের প্রযুক্তি ব্যবহার করছে বিটিআরসি। এই প্রযুক্তিতে ভিওআইপিতে ব্যবহৃত সিমবক্সের সুনিদির্ষ্ট স্থান বা পিন পয়েন্ট সনাক্তকরণ করা যাচ্ছে।

এর ফলে সাম্প্রতিক অভিযানগুলো আগের চেয়ে বেশি সফল। এতে সরকারের বছরে ৫০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান তিনি।