অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন ও প্রতারনার অভিযোগে:চাঁপাইনবাবগঞ্জে আটক ৩ জন কারাগারে

 

গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের অবৈধভাবে বৈদেশিক মুদ্রা লেনদেন ও প্রতারনার অভিযোগে আটক ৩ জনকে মঙ্গলবার (১৬.০৫.২৩) আদালতের মাধ্যমে কারাগারে  পাঠিয়েছে পুলিশ।

গত সোমবার (১৫.০৫.২৩) দুপুরে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন উদয়ন মোড়ে অভিযান চালায়। অভিযানে  আলাউদ্দীন হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে  প্রতারক চক্রের ৩ জনকে আটক করে। এই প্রতারকরা  মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্ট কারেন্সি লেনদেন করে থাকে। এই সদস্যরা জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার স্বরুপনগর এলাকার বাবুল আকতারের ছেলে আলিউল আজিম (৩৫), (মূলহোতা), রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লার রকিবুল ইসলাম তৌফিকের ছেলে শামসুদ্দিন (২৫) ও রহনপুর ইউনিয়নের ডাইংপাড়ার বাবুল আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (২৫)।

 

র্যাব জানিয়েছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন আসছে।  অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে সাধারণ জনগনের লক্ষ টাকা আত্মসাৎকার করেন। একটি গোপন তথ্যের ভিত্তিতে আভিজানিক দল ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তে বেরিয়ে আসে, মোবইল  অ্যাপে এজেন্টের মাধ্যমে নগদ অর্থ দিয়ে বিভিন্ন নামে পয়েন্টে কেনা হয়। যার মাধ্যমে শেয়ার ক্রয়ে দাম বৃদ্ধি সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়াও একজনের রেফারেন্সে আরেকজনের একাউন্ট খুলেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এ সকল লোভনীয় অফারের ফাঁদে ফেলে সাধারণ মানুষের লক্ষ টাকা আত্মসাৎ করে চক্রটি। এই  অপারেশনে আল্টিমা এ্যাপস্ এর কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল ফোন, ০৮টি সীমকার্ড এবং বিভিন্ন গ্রাহকের আল্টিমা এ্যাপস্ সম্বলিত ২২টি কার্ড  জব্দ করা হয়।

র্যাব আরও জানায়, বর্তমানে এ ধরনের সাইবার অপরাধ শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতারকরা গ্রামের মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে টার্গেট করছে। র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ধারাবাহিক অভিযানের দ্বিতীয় অভিযানে তিনজন সহ এখন পর্যন্ত এ চক্রের সর্বমোট পাঁচজন সদস্যকে গ্রেফতার করেছে। অন্যান্যদের ধরতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযানের পাশাপাশি গ্রামের ভুক্তভোগী সহজ-সরল মানুষদের সতর্ক করা প্রয়োজন।

উদঘাটিত তথ্যের ভিত্তিতে, অত্র ক্যাম্পের আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে, এ চক্রের মূল হোতা এবং স্থানীয় এজেন্টকে গ্রেফতার করে। উল্লেখ্য অত্র এলাকায় এ ধরনের অপরাধ নতুন হওয়ায় একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে। চক্রের বাকিদের ধরতে তদন্ত চলমান রয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একজন ভুক্তভোগী সোমবার গোমস্তাপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে ।