অবশেষে সুয়ারেসের নতুন চুক্তিতে স্বাক্ষর

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গত বৃহস্পতিবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সম্মতি জানান লুই সুয়ারেস। পরদিন চুক্তিপত্রে সই করে সেই আনুষ্ঠানিকতা সারলেন উরুগুইয়ান স্ট্রাইকার। ২০২১ সালের ৩০ জুলাই পর্যন্ত বার্সার সঙ্গে থাকছেন তিনি। তার চুক্তির বাই-আউট ক্লজ দাঁড়াল ২০০ মিলিয়ন ইউরোতে।

ক্লাব প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ ও অন্য শীর্ষ কর্মকতাদের উপস্থিতিতে চুক্তিপত্রে সই করেছেন সুয়ারেস। নতুন চুক্তির পর উচ্ছ্বসিত উরুগুইয়ান স্ট্রাইকার বার্সা টিভিকে বলেছেন, ‘আমি খুব খুশি। এমনটা আমি চেয়েছিলাম এবং ক্লাবও চেয়েছিল। তাই আমি অনেক সন্তুষ্ট।’ বার্সার ৯ নম্বর জার্সিধারী যোগ করেন, এই নতুন চুক্তি ক্লাবের জন্য তার কাজের স্বীকৃতি। কাতালান জায়ান্টদের সঙ্গে খেলতে পেরে গর্বিত সুয়ারেস। আরও অনেক বেশি বেশি শিরোপা জিততে চান স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে।

অবশ্য ২০১৪ সালে লিভারপুল থেকে যোগ দেওয়ার পর বার্সার জার্সিতে সবকিছুই জিতেছেন- দুটি লিগ শিরোপা, দুটি কোপা ডেল রে, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি স্প্যানিশ সুপার কাপ, ইউরোপীয় সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন চুক্তি হওয়ায় ট্রফির কাতারে আরও কিছু যোগ হবে আশা সুয়ারেসের।

সূত্র: বাংলা ট্রিবিউন