অবশেষে দেখাও হলো দুজনের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আয়োজকরা উচ্ছ্বসিত, ‘এ ছবিটা দেখার জন্য সারা বিশ্ব উন্মুখ হয়ে ছিল। ’ আসলই তো, আফগান কিশোর মুর্তাজা তার স্বপ্নের নায়ক লিওনেল মেসির সঙ্গে হাত ধরে মাঠে ঢুকছেন—এ ছবিটা দেখার জন্য তো সেই কবে থেকে অপেক্ষায় ফুটবল বিশ্ব! অবশেষে মঙ্গলবার দোহায় এক প্রীতি ম্যাচে সে ছবিটা ফ্রেমবন্দিও হলো।

প্লাস্টিকের ব্যাগ দিয়ে ভাইয়ের বানানো মেসির জার্সি গায়ে মুর্তাজার ছবি ফেসবুকে পোস্ট হতেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আলোড়িত স্বয়ং মেসি। ছয় বছর বয়সী মুর্তাজাকে নিজের একটি জার্সি আগেই পাঠিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি। তবে মহানায়কের সঙ্গে কিশোরের সাক্ষাত্টা হলো দুই দিন আগে। দোহায় সৌদি আরবের নামি ক্লাব আল আহলির বিপক্ষে বার্সেলোনার প্রীতি ম্যাচ উপলক্ষে আফগানিস্তান থেকে মুর্তাজাকে উড়িয়ে আনে ২০২২ বিশ্বকাপ আয়োজক কমিটি। কাবুলের গজনি প্রদেশের কিশোর মুর্তাজা মাঠেও ঢোকে মেসির হাত ধরে। ২০২২ বিশ্বকাপ আয়োজকদের তাত্ক্ষণিক টুইট, ‘ছয় বছর বয়সী কিশোরের মেসিকে দেখার স্বপ্ন পূরণ হলো। ’

বলার অপেক্ষা রাখে না, আফগান কিশোরের মন মেসির সঙ্গে সাক্ষাতের পর প্রবলভাবে রোমাঞ্চিত, ‘আমার নায়কের সঙ্গে দেখা করতে পেরে আমি দারুণ খুশি। আমার এত দিনের স্বপ্ন পূরণ হলো। ’

পুরো ব্যাপারটা স্বপ্নাতীতই মনে হবে। মুর্তাজার বড় ভাই হুমায়ুন কি আর জানত যে, প্রতিবেশীর ফেলে দেওয়া ময়লার ব্যাগ দিয়ে ভাইয়ের জন্য বানানো জার্সি নিয়ে এমন হৈচৈ হবে? মেসি আর তাঁর জার্সি নম্বর ১০ লেখা প্লাস্টিক ব্যাগের জার্সি গায়ে মুর্তাজার ছবির সূত্র ধরেই আফগানিস্তানের হতদরিদ্র এক পরিবারের আলোচনায় উঠে আসা।

সূত্র : কালের কণ্ঠ