অবশেষে ইবিতে পাগলা কুকুর নিধন

ইবি প্রতিনিধি
অবশেষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাগলা কুকুর নিধন অভিযান সম্পন্ন হয়েছে। প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। ঝিনাইদহ পৌরসভার ৫জনের একটি কুকুর নিধন টিম এতে অংশ নেয়।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাগলা কুকুরের উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। কোন কোন সময় কুকুরগুলো কমড় দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসলে তারা এ অভিযান চালায়।

Displaying DOG PIC 1.png

এবিষয়ে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, “ক্যাম্পাসে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে পাগলা কুকুর নিধন অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ১৩টির অধিক পাগলা কুকুর নিধন করা হয়েছে বলে তিনি আরো জানান”

স/অ