অপরাজেয় নারীর সত্য গল্পে চুমকি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অপরাজেয় এক নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে ‘পুতুলকথা’ নামের একটি চলচ্চিত্র। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ ছবিটি দেখানো হবে আজ (৮ এপ্রিল) বিকাল ৫টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে।

এটি নির্মাণ করেছেন প্রবাসী নির্মাতা ইমদাদ হক। ৭৫ মিনিটের এই ছবি প্রযোজনা করেছে কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, এটি হবে ‘পুতুলকথা- ড্রিম ওয়েভারস’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। অায়োজনে প্রধান অতিথি নারী ও শিশুবিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি।
চুমকি ছাড়াও এতে অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আহসান হাবিব নাসিম ও রায়ান ক্লানট।

 
ছবিটি ২০১৫ সালে কানাডা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়্যাল রিল বিভাগে ‘এনভায়রনমেন্টাল ফিল্ম’ পুরস্কার জিতেছিল।
সিনেমার একটি দৃশ্যে রায়ান ও ছাগল ছানা

সূত্র: বাংলা ট্রিবিউন