অনুষ্ঠিত হলো সাস্টেইনেবল ক্যারিয়ার কনফারেন্স

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উপলক্ষে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ ও গিগাবাইটের আয়োজনে ‘সাস্টেইনেবল ক্যারিয়ার কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত বিভিন্ন সনামধন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়াম ভবনে দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ। অনুষ্ঠানে সারাদেশ থেকে ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক ছাত্রছাত্রী ও কর্মজীবীরা অংশ নেন। দিনব্যাপী এ কনফারেন্সের ৮টি ক্যারিয়ার সেশনে তরুণদের সাথে সফল এবং প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

দিনব্যাপী এ কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটের অশোক বিশ্বাস, সাইফুর’স গ্রুপ অব সিও জিয়া উদ্দিন মাহমুদ, অপটিমিক্স বিডির ডিরেক্টর ইকবাল বাহার, রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন মডারেটরের চেয়ারম্যান গুলশান নাসরিন চৌধুরী, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সভাপতি আরেফিন রহমান হিমেল, ক্যাপিটাল ৯৪.৮ এফএম-এর অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার রাশেদ ইমাম, গিগাসবাইট বাংলাদেশের কান্ট্রি মেনেজার কাজী আনাশ খান।

কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ক্যারিয়ার উন্নয়নে নানা ধরনের দিক নির্দেশনাসহ সরাসরি প্রশ্ন করে নানা দিক সম্পর্কে জানতে পারেন। অংশগ্রহণকারীরা যাতে পরবর্তী সময়ে ক্যারিয়ার গঠনে নেট ওয়ার্কিং ও বিভিন্ন গঠনমূলক প্রশিক্ষণের মাধ্যমে সুবিধা গ্রহণ করতে পারেন সেই লক্ষ্যে তাদের পরামর্শ দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ ও কম্পিউটার জগতের যৌথ উদ্দ্যোগে সমাজের উন্নয়নের অবদানের স্বীকৃতি সরূপ তিনটি সংগঠন ও চারজনকে ইয়ুথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া ১০ জন শিক্ষার্থীদের ‘অঙ্গিকার’ মেধা বৃত্তি প্রদান করা হয়। আয়োজনে সহযোগিতায় ছিল গিগাবাইট বাংলাদেশ, সিমুড, সাইফুরস, টোটাল স্টুডেন্ট কেয়ার, ইয়ুথ ভিলেজ।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার কানবার হোসেইন বোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব সোসাইটি তৈফিক হাসান, ডা. আব্দুর নূর তুষার, বাংলাদেশ প্রোস্টের ব্যবস্থাপনা সম্পাদক ফরিদুল হাসান, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ডা. জাহিদুর রশিদ সুমন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মার্ট টেকনোলজিস বিডি লি.-এর পরিচালক মুজাহিদ আল বিরুনী সুজন।