অতিরিক্ত মদ্যপানে রাজশাহীতে রাশিয়ান নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

অতিরিক্ত মদ্যপানে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় সেরগে স্মোলনিকভ(৪৩) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী সিডিএম হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত সেরগে স্মোলনিকভ রাশিয়ার মস্কোর নাগরিক। তিনি পাবনার রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সেরগে স্মোলনিকভ অতিরিক্ত মদ পান করে অসুস্থ হলে বিকেল ৫টায় রাজশাহী সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সাড়ে অবস্থায় ৫টায় দিকে তার মৃত্যু হয়। মৃতের মৃত্যু সনদে অতিরিক্ত মদ্যপানের কারণে কার্ডিও শ্বাস প্রশ্বাসের ব্যর্থতায় তার  ‍মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে তার মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে নেয়ার প্রস্তুতি চলছে। পরবর্তী কার্যক্রম শেষে লাশ তার নিজ দেশে পাঠানো হবে বলেও জানা যায়।

এদিকে, এর আগেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ানদের আবাসিক গ্রীণ সিটিতে  বিষাক্ত মদ পান করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিমিত্রী (৪১) নামক এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

স/অ