অটোভ্যান হারানো এক সবজি বিক্রেতার আকুতি 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা গ্রামের সবজি বিক্রেতা বেলালউদ্দিন( ৫০) জেলা শহরের  সদরঘাট সবজি আড়ত থেকে সবজি কিনে অটোভ্যান যোগে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
গত ২৭ দিন পূর্বে তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন অটোভ্যান টি মসজিদে নামাজ পড়লে গেলে বালুগ্রাম মোড় থেকে চুরি হয়ে যায়। পুনরায় একটি ভ্যান জোগাড় করতে পবিত্র রমজান মাসে শুরু থেকে জেলার বিভিন্ন মসজিদে কাকুতি মিনতি করে মুসল্লীদের কাছ থেকে ১৫ হাজার টাকা সংগ্রহ করেছে।
মঙ্গলবার দুপুরে জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে এসে হাজির হন রহনপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়া জামে মসজিদে।সেখানে জোহরের নামাজ শেষে মুসল্লীদের নিকট তার সাথে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরে সাহায্য প্রার্থনা করেন।মুসল্লীরাও তাকে বিমুখ করেনি। মুসল্লীরা তাকে প্রায় ২ হাজার টাকা তুলে দেন।টাকা সংগ্রহ শেষে তাকে জিজ্ঞেসা করা হলে সে জানায়, একটি ভ্যান কিনতে তার আর ৫ হাজার টাকা প্রয়োজন।হয়ত কোন না কোন ভাবে ব্যবস্থা হয়ে যাবে। ভ্যানটি কেনা হলে সে পুনরায় তার সবজি ব্যবসা শুরু করবে।ঘরে তার স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে।