অঝোরে কাঁদলেন নেইমার, স্বান্ত্বনা দিলেন বায়ার্ন কোচ

দুর্দান্ত দাপট দেখিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ষষ্ঠবারের মতো জিতে নিলো বায়ার্ন মিউনিখ।

বিপরীতে ইতিহাস গড়া হলো না ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির।

সমানে সমানে লড়াই চালিয়ে গেলেও গোলের খেলায় শেষতক হারলেন নেইমাররা।

মূলত রাতটা নেইমারদের জন্য ছিল না একেবারেই। তা না হলে বিশ্বসেরা তরুণ স্ট্রাইকারদের অন্যতম কিলিয়ান এমবাপ্পে এমন সহজ সুযোগ হাতছাড়া করেন!

আর সেসব সুযোগকে কাজে লাগাতে না পারার বেদনায় পুড়েছেন নেইমার। রেফারি ম্যাচ শেষের বাঁশির পরই অঝোর ধারায় কাঁদলেন তিনি।

ম্যাচশেষে ডাগআউটে গিয়ে বেঞ্চে বসলেন নেইমার। তখন তার চোখে টলটলে পানি দেখা গেছে। অঝোর ধারায় চোখ দিয়ে পানি বের হয়ে আসছে তার।

তিনি এতটাই কাঁদছিলেন যে, প্রতিপক্ষ দলের কোচ হান্সি ফ্লিক পর্যন্ত এসে তাকে জড়িয়ে ধরে স্বান্ত্বনা দিয়েছেন।

পুরস্কার বিতরণের সময় দুঃখ-ভারাক্রান্ত নেইমারকে কোচ টমাস টুখেল এবং ক্লাব মালিক নাসের আল খেলাইফিকে স্বান্ত্বনা দিতে দেখা গেছে।

অবশ্য নেইমারের এমন ভেঙে পড়ার যথেষ্ট কারণও রয়েছে। এককভাবে একটি চ্যাম্পিয়নস লিগ জয় করার ইতিহাস গড়তে চেয়েছিলেন নেইমার। সেই লক্ষ্যে মেসির ছায়ায় না থেকে ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন। টানা তিনবার তিনি ব্যর্থ হন। একবার সেমিফাইনাল পর্যন্ত দলকে টেনে নেন। আর এবার দলকে ফাইনালে তুলে আনতে সক্ষম হলেও বায়ার্নের চাতুর্যপূর্ণ নৈপুণ্যে স্বর্ণালি সুযোগ হাতছাড়া হলো তাদের।

সূত্রঃ যুগান্তর