অগ্নিকাণ্ডে ভস্মীভূত আড়তের ৩৪ ঘর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরিশালে পৃথক অগ্নিকাণ্ডে পোর্ট রোড ইলিশ মোকামের ১৬টি ঘর ও কাঠের আড়তের ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার ভোরে পৃথক এই অগ্নিকাণ্ড ঘটে।

 

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে পোর্ট রোডের মাছের আড়তের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোতে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুক্রবার ভোরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই আড়তের ১৬টি ঘর পুড়ে যায়। এ সময় আড়তে বেঁধে রাখা তিনটি গরুও পুড়ে যায়। এতে সেখানে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার মনু বাবু জানান, বৃহস্পতিবার বিকেলের পর থেকে শনিবার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা নিজ নিজ আড়তে বেঁচাকেনার টাকা রেখেছিল। অগ্নিকাণ্ডে আড়তগুলোতে থাকা নগদ টাকাও পুড়ে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান এবং পুঁজি হারিয়ে এখন তারা পাগল প্রায়।

 

অপরদিকে আজ ভোর পৌনে ৪টার দিকে নগরীর দপ্তর খানা কাঠের গোলা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সৃষ্ট আগুনে কাঠের আড়তের ১৮টি ঘর পুড়ে গেছে।

 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ভোর ৪টার দিকে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শরু করে। শুক্রবার সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১৮টি ঘরে থাকা সব কাঠ পুড়ে যায়।

 

আজ সকাল ১০ টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি আড়ত পরিদর্শন করে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

সূত্র: রাইজিংবিডি