অক্সফোর্ডের টিকার এক ডোজে দুই তৃতীয়াংশ সংক্রমণ কমে

অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার করোনার টিকার একটি ডোজ দুই তৃতীয়াংশ পর্যন্ত সংক্রমণ কমাতে পারে। মঙ্গলবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। এই প্রথম কোনো টিকার এই মাত্রার কার্যকারিতার তথ্য জানানো হলো।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে,  এক ডোজ টিকা নেওয়ার পরবর্তী তিন মাস করোনা থেকে ৭৬ শতাংশ সুরক্ষিত থাকার প্রমাণ পাওয়া গেছে। প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজ গ্রহণের মধ্যে চার থেকে ১২ সপ্তাহ ব্যবধান রাখাকে সমর্থন করছে এই গবেষণা ফল।  দ্বিতীয় ডোজ দেওয়ার পর টিকার কার্যকারিতা ৮২ শতাংশ বহাল থাকার প্রমাণও পাওয়া গেছে।

অক্সফোর্ডের গবেষকরা বলেছেন, ‘এক ডোজ টিকা নেওয়ার ২২ থেকে ৯০ দিন পর্যন্ত ৭৬ শতাংশ কার্যকারিতা দেখা গেছে এবং মডেল বিশ্লেষণে ইঙ্গিত মিলেছে যে, তিন মাস মেয়াদে সুরক্ষার কোনো হ্রাস হয় না।’

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, এই গবেষণা ফলাফলে দেখা যাচ্ছে, ‘এই মহমারিকে দূর করার পথে রয়েছে টিকা।’

এক টুইটে তিনি গবেষণা প্রতিবেদনকে ‘উৎসাহব্যঞ্জক’ এবং ফলাফলকে ‘একেবারেই অসাধারণ’ বলে মন্তব্য করেছেন।