বুধবার , ৩ এপ্রিল ২০১৯ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাংবাদিক মাহফুজউল্লাহ আইসিইউতে

Paris
এপ্রিল ৩, ২০১৯ ১১:৪৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাহফুজউল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আংশিক লাইফসাপোর্টে রয়েছেন। তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন।

মঙ্গলবার রাতে মাহফুজউল্লাহর ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। তার পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে সাংবাদিক মাহফুজউল্লাহ ধানমণ্ডির গ্রিন রোডে নিজের বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পড়েন। পরে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করার পরামর্শ দেন।

মাহফুজউল্লাহর অসুস্থতার তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানও।মাহফুজউল্লাহর সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার।

প্রসঙ্গত, সাংবাদিক মাহফুজউল্লাহ এদেশের একজন প্রথিতযশা সাংবাদিক। ছাত্রজীবনে বাম রাজনীতি করা মাহফুজউল্লাহ ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তিনি সাংবাদিকতা ছাড়াও খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষকতায় নিয়োজিত আছেন।

সর্বশেষ - মিডিয়ার সংবাদ