বুধবার , ২৯ আগস্ট ২০১৮ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাংবাদিক নদীকে হত্যার ঘটনায় আরসিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ

Paris
আগস্ট ২৯, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি এবং স্থানীয় অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে (৩২) কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)।

বুধবার আরসিআরইউ’র সভাপতি শামসুননাহার সুইটি ও সাধারণ সম্পাদক এম ওবাইদুল্লাহ’র এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

বিবৃতিতে তারা বলেন, দেশে সাংবাদিককে লাঞ্ছনা, হয়রানি ও হত্যার প্রধান কারণ হচ্ছে এরকম ন্যাক্কারজনক ঘটনার বিচার না হওয়া। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কঠোর প্রদক্ষেপ গ্রহনের আহ্বান জানান তারা। পাশাপাশি নদীর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স/শ

সর্বশেষ - মিডিয়ার সংবাদ