মঙ্গলবার , ৬ নভেম্বর ২০১৮ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে সিগনালবিহীন ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Paris
নভেম্বর ৬, ২০১৮ ৬:০৬ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের পূর্ব পাশের সিগনালের কাছে ট্রেনে কাটা পড়ে হেদায়েত মন্ডল (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চামটিয়া গ্রামের মৃত দেদার মন্ডলের ছেলে। মঙ্গলবার দুপুর একটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হেদায়েত মন্ডল উপজেলার গোপালপুর পৌরসভার রিফুজিপাড়া ইয়ার কলোনীতে তার মেয়ের বাড়ি থেকে দুপরে নিজবাড়ি ফিরছিলেন। সিগনালবাতি না জ্বলা অবস্থায় রেললাইন পারাপারের সময় তিনি ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।

নিহতের জামাই নেকারুল জানান, সিগনালবাতি চালু থাকলে হয়তো তিনি বেঁচে যেতেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে আজিমনগর রেলস্টেশন মাস্টার না থাকায় সিগনাল ব্যবস্থা বন্ধ রয়েছে। ফলে সিগনাল ছাড়াই চলছে ট্রেন। আরো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আজিমনগর রেল স্টেশনে স্টেশন মাস্টার নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই দাবি করেন এলাকাবাসী।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর