শনিবার , ৫ মে ২০১৮ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

লালপুরে গণহত্যা দিবস পালন

Paris
মে ৫, ২০১৮ ২:১৪ অপরাহ্ণ

লালপুর প্রতিনিধি :
উত্তর বঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এ গণহত্যা দিবস। মিলস্ কর্তৃপক্ষের আয়োজনে শহীদদের স্মৃতির স্বরণে ফুলের পুস্প স্তবক অর্পন , আলোচনা সভা ও মিলাদ মহাফিল সহ নানান কর্মসূচী মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

আজ শনিবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর শহীদ সাগর চত্বরে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ ।

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য দেন, সুগার মিলের তৎকালীন প্রশাসক শহীদ লেঃ আনোয়ারুল আজিমের ছেলে আনোয়ারুল কবির, ডাঃ আনোয়ারুল ইকবাল , লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক – কর্মচারী ইউনিয়ন এর সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কাওসার প্রমুখ । এছাড়া শহীদ পরিবারের সদস্যবৃন্দ,মিলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা সহ সুধীজনরা উপস্থিত ছিলেন ।

সুগার মিলের তৎকালীন প্রশাসক শহীদ লেঃ আনোয়ারুল আজিমকে মরণোত্তর স্বাধীনতা পদক – ২০১৮ প্রদানের জন্য অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা জানান ।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর