বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রোনাল্ডোর শটে নারী নিরাপত্তারক্ষী আহত, অতঃপর..

Paris
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৫:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

জুভেন্টাস থেকে ম্যানইউতে ফিরে নিজের দায়িত্ব যথাযথই পালন করেছেন রোনাল্ডো। গোল পেয়েছেন। যদিও তার দল জেতেনি।

মঙ্গলবার পুঁচকে দল সুইজারল্যান্ডের ইয়াং বয়েজের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে ম্যানইউ।

তবে এ ম্যাচ শুরুর ঠিক আগে ঘটে যায় এক অঘটন। ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে অনুশীলন করছিলেন রোনাল্ডো। গোল প্র্যাকটিস করছিলেন।

এ সময়ে গোলপোস্ট বরাবর রোনাল্ডোর নেওয়া একটি জোরালো শট গিয়ে লাগে গ্যালারির প্রথম অংশে দাঁড়ানো এক নারী নিরাপত্তারক্ষীর মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

রোনাল্ডো ভড়কে যান। ভীতসন্ত্রস্ত হয়ে মাঠ পেরিয়ে চলে যান ওই নারীর কাছে। তিনি কতটা আহত হয়েছেন তার পর্যবেক্ষণ করেন রোনাল্ডো।

এর আগেই মাঠের স্বাস্থ্যকর্মীরা ছুটে গিয়ে ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দেন। মোটামুটি সুস্থ করে তোলেন।

আকস্মিক এ ঘটনায় অবশ্য রোনাল্ডোর জয়জয়কার। ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তারকার এই আচরণ মন কেড়ে নেয় দর্শকদের। সিআর সেভেনের আচরণে মুগ্ধ সবাই।

ভিডিওতে দেখুন—

 

আর চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকবে ওই নারী নিরাপত্তরক্ষীর। কারণ ম্যাচ শেষ হওয়ার পর তাকে নিজের জার্সি উপহার দেন রোনাল্ডো।

রোনাল্ডোর দেওয়া জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। সেসব ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল।

ছবিতে দেখা গেছে, রোনাল্ডোর ‘ট্রেডমার্ক’ গোল উদযাপনের ভঙ্গিতে জার্সি পরে উদযাপন করছেন তিনি। মাথার ওপর হাত দিয়ে ভালোবাসার ইমোজিও দেখিয়েছেন।

রোনাল্ডোর হাতে উপহার নেওয়ার ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল।

সূত্র:যুগান্তর

সর্বশেষ - খেলা