বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রোনালদো সামনের বছরই অবসরে!

Paris
আগস্ট ২২, ২০১৯ ১:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘অবসর নিয়ে খুব একটা ভাবি না। চাইলে সামনের বছরই খেলা ছেড়ে দিতে পারি, কিংবা ৪০-৪১ বছর বয়স পর্যন্ত খেলতে পারি। যা কিছুই ঘটতে পারে। আসল হলো মুহূর্তটি উপভোগ করা।’ ‌

কথাগুলো বলছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ টেলিভিশন চ্যানেলে তাঁকে করা হয় নানা প্রশ্ন। একে একে জবাব দেন সেসব প্রশ্নের। তিনি যে খামখেয়ালি তা সবাই জানে। কিন্তু হঠাৎ অবসরের কথা কেন?- এ নিয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

তাঁকে প্রশ্ন করা হয় জীবনের সবচেয়ে কঠিন বছর কোনটি?‌ রোনালদো বলেন, ‘২০১৮ সালে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেছে। যখন লোকে সম্মান নিয়ে প্রশ্ন তোলে তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। শেষ পর্যন্ত সত্যিটা সামনে এসেছে। এটাই স্বস্তির।’ ‌

একপর্যায়ে তিনি শোনান জীবনের গুরুত্বপূর্ণ গল্পটি। ছেলেবেলায় যেখানে বড় হয়েছেন তিনি, সেই জায়গা দেখে ছেলে চমকে গিয়েছিল। ‌জায়গাটিতে ছেলেকে নিয়ে যাওয়ার আগে খুব উত্তেজিত ছিলাম। ও নিজেও আগ্রহী ছিল। তবে আমার ছেলেবেলা কেটেছে যেখানে, সেই জায়গা দেখে ছেলে তো অবাক। আমাকে প্রশ্নও করেছে, ‘পাপা, এখানে থাকতে?‌’‌

রোনালদো বলেন, আসলে ওরা ভাবে জীবনের সবটাই সহজ। দামি গাড়ি, বাড়ি, জামা-জুতো সব পাওয়া সহজ। ছেলের এই ধারণাটি ভেঙে দিতেই তো ওকে নিয়ে গিয়েছিলাম।’ ‌

সর্বশেষ - খেলা