শনিবার , ২৭ মার্চ ২০২১ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘মাশরাফি-সাকিব মনের কথা বলেছে, সত্য-মিথ্যা বড় বিষয় নয়’

Paris
মার্চ ২৭, ২০২১ ১১:২২ অপরাহ্ণ

সম্প্রতি বিভিন্ন সাক্ষাতকারে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।

ব্যক্তিগত ইস্যু তো ছিলই বোর্ডের প্রক্রিয়া, পরিকল্পনা, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন মাশরাফি ও সাকিব। সেসব গুরুত্ব ও পরচর্চা না করার আহ্বান বিসিবির পরিচলক ও গেম ডেভেলাপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ সুজনের। শনিবার মিরপুর শের-ই-বাংলায় সুজন বলেন, ‘ওরা এখন ওদের ব্যক্তিগত অভিমত দিয়েছে। এটাকে আমরা ততটা গুরুত্ব দিচ্ছি না। গুরুত্ব দেয়ার কিছু নেই। খুবই সামান্য বিষয় এটা। যেটা আমরা বিসিবিতে আলোচনার মাধ্যমে সঠিকভাবে ঠিক করে করা যায়। এটা নিয়ে আসলে এত পরচর্চা করাও আমাদের ঠিক না। এত কথা বলারও মানে নেই। যার যার মনের কথা এখানে এসেছে। এটা সত্য-মিথ্যা এগুলো বড় কথা না।’

সিনিয়র দুই ক্রিকেটারের এভাবে বোর্ডের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বলাও ভালো করে নেননি খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘সিনিয়র দুই ক্রিকেটার বোর্ডের বিপক্ষে এভাবে বলা কতটা বিব্রতকর আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু বলতে চাই, দুজনই আমাদের দেশের আইকন। মাশরাফি বাংলাদেশ দলের আইকন, সফলতম অধিনায়ক, একজন কিংবদন্তি। সাকিব তো বিশ্বসেরা। ওর কথা বলে শেষ হবে না। দুজনই দেশের আইকন, সেরা পারফরমার, সব দিক থেকেই।’

‘সবারই ভালোবাসা থাকে, ক্ষোভ থাকে, দুঃখও থাকে হয়তোবা। কোনো দুঃখ থেকে এ কথাগুলো আসছে কি না আমি জানি না। তবে কথাগুলো একটু বিব্রতকর একটু অবশ্যই। বোর্ডের যারা আছে সবাই চেষ্টা করে। অনেক সময় সফল হয়, অনেক সময় সফল হয় না। কিন্তু একটা জিনিস কেউ বলতে পারবে না যে, কেউ এখানে সময় কাটাতে আসে, সবাই কিন্তু চেষ্টা করে।’ – যোগ করেন তিনি।

সর্বশেষ - খেলা