বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বিদ্রোহী প্রার্থী মুক্তারসহ ৬০০ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Paris
জানুয়ারি ১৪, ২০২১ ১:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:



থমথমে অবস্থার মধ্যে দিন ঘুনিয়ে আসছে বাঘার আড়ানী পৌরসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ভাঙচুর অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে বুধবার (১৪ জানুয়ারি) রাতে। এই ঘটনায় বিদ্রোহী প্রার্থী মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ‍দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন- বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। তিনি জানান-  বুধবার (১৪ জানুয়ারি) রাতে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি বাদি হয়ে বাঘা থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

তিনি আরও জানান, বিস্ফোরক আইনে করা মামলাটিতে বিদ্রোহী প্রার্থী মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছ। এছাড়া এই মামলায় ৫০ জনের নাম উল্ল্যখ করে অজ্ঞত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

এই মামলায় আড়ানীর সাহাপুর এলাকার সাহাবাজ আলীর ছেলে মিলনকে (৩০) আটক করে পুলিশ।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর