শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাগেরহাটে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আটক

Paris
ডিসেম্বর ২৪, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাটে নাশকতা চালানোর প্রস্তুতি নেওয়ার সময় বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ককটেল এবং বেশকিছু লাঠিসোটা উদ্ধার করা হয়। আটককৃতদের ফকিরহাট থানায় রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

ফকিরহাট থানার ওসি মু. আলীমুজ্জামান জানান, বিএনপি-জামায়াতের একদল নেতাকর্মী কাটাখালী এলাকায় নাশকতা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ২১ জনকে আটক করতে সক্ষম হয়েছে। এ সময় আরো বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি ককটেল এবং বেসকিছু লাঠিসোটা উদ্ধার করেছে।

ওসি মু. আলীমুজ্জামান আরো জানান, আটক ২১ জন কাটাখালী এলাকায় নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তারা বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে যুক্ত। এ ঘটনায় থানার এসআই সঞ্জয় কুমার দাস বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়