বৃহস্পতিবার , ৪ ফেব্রুয়ারি ২০২১ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বগুড়ায় লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

Paris
ফেব্রুয়ারি ৪, ২০২১ ১০:২৮ পূর্বাহ্ণ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি মুরগির খামারে লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার শাজাহানপুরে অবস্থিত তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন– পঞ্চগড় জেলার সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।

প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ (পোলট্রি ফার্ম) আলমগীর হোসেন বলেন, রায়ণ ও রশিদুল লিফটে করে মুরগির খাবার নিয়ে সাততলায় যাচ্ছিলেন। ছয়তলায় পৌঁছামাত্রই লিফটের ক্যাবল ছিঁড়ে মাটিতে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - রাজশাহীর খবর