দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা কমিটি। পৌর কমিটির আহ্বায়ক হয়েছেন সোহেল রানা আর যুগ্ন আহ্বায়ক হয়েছেন মেহেদী হাসান নিঝুম। রবিবার রাত ১০ টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়াও কমিটির যুগ্ন সম্পাদক পদ পেয়েছেন ইসরাফিল আলম ও ইমতিয়াজ জামান। আর সদস্য পদ পেয়েছেন সোহেল রানা, আল আমিন হোসেন পলক, জিন্নাত হাসান রাব্বি, রকি আহমেদ, সিজানুর রহমান সিজান ও তাহসিন শিহাব সৌমিক। আগামি ৩ মাসের জন্য এই আহব্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এদিকে দুর্গাপুর পৌর কমিটি অনুমোদনের পরে নবগঠিত কমিটির আহবায়ক ও যুগ্ন আহ্বায়ক স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।