বৃহস্পতিবার , ৩১ মে ২০১৮ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁদার দাবিতে রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর, ব্যবস্থা নিবে প্রশাসন

Paris
মে ৩১, ২০১৮ ৩:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদার দাবিতে বৃহস্পতিবার দুপুর একটার দিকে রাজশাহী কলেজ অধ্যক্ষ্যের কার্যালয় ভাঙচুর করেছে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছে প্রশাসন। ছাত্রমৈত্রীর রাজশাহী কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ ঘটনা ঘটায় ২০-২৫ জনের একটি ক্যাডার দল। এ নিয়ে কলেজের চরম উত্তেজনা বিরাজ করছে।

রাজশাহী কলেজ অধ্যক্ষ মু. হবিবুর রহমান বলেন, গত বুধবার দুপুরে ছাত্রমৈত্রীর সভাপতি পরিচয়ধারী এক ছাত্রসহ আরো কয়েকজন ছাত্র এসে আমাকে বলে, স্যার জামিল আক্তার রতনের মৃত্যুবার্ষিকী পালন করবো। তাই ২০ হাজার টাকা দিতে হবে আপনাকে। তাদর এমন কথা শুনে আমি ধমক দিয়ে কার্যালয় থেকে বের করে দেয়। এরপর আজ বৃহস্পতিবার ওই ছাত্ররা এসে আমার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।’তিনি আরো বলেন, এদের সাহস অনেক বেড়ে গেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এবিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানুল্লাহ্ জানান, এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোনো ছাড় দেয়া হবেনা।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর