সোমবার , ২৩ জানুয়ারি ২০১৭ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোচবিহারের জেল থেকে পালাল তিন বাংলাদেশি

Paris
জানুয়ারি ২৩, ২০১৭ ৮:১২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা সংশোধনাগার থেকে পালাল সাজাপ্রাপ্ত তিন বাংলাদেশি বন্দী। এদের মধ্যে একজন পুলিশের হাতে গ্রেপ্তার হলেও বাকি দুজন পলাতক রয়েছে।

 

রোববার সন্ধ্যায় বন্দীদের যখন গারদে ঢোকানো হচ্ছিলো সেই সময় বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে।

 

কোচবিহার জেলা সংশোধনাগার সূত্রে জানা যায়, আব্দুল রশিদ (২৮), আব্দুল মাজিদ ওরফে হামিদ (৪০) এবং আশরাফুল আলম (১৮) নামে তিন বাংলাদেশি বন্দী জেল থেকে পালিয়ে যায়। জেলের ভিতর থেকে বাইরে যাওয়ার নর্দমার লোহার শিক বাঁকা করে ওই বাংলাদেশি বন্দীরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে সংশোধনাগার কর্তৃপক্ষ অনুমান করে।

 

ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশের দায়ে ২০১৫ সালে  গ্রেপ্তার হওয়া ওই তিন বাংলাদেশি বন্দীর দুই বছরের কারাভোগের সাজা হয়েছিলো।

 

তবে সংশোধনাগার থেকে তিন বন্দী পালালেও এদিন সন্ধ্যার পর সংশোধনাগারের কিছুটা দূরে কোচবিহার থানার শুটকাবাড়ি এলাকা থেকে ধরা পড়ে আব্দুল রশিদ। তবে অপর দুই বন্দী এখনও পলাতক রয়েছে। এই ঘটনার খবর পেয়েই সংশোধনাগারে ছুটে আসে পুলিশ।

 

কোচবিহার জেলা সংশোধনাগার পরিদর্শক কমিটির সদস্য খোকন মিয়া জানান, সাজাপ্রাপ্ত তিন বাংলাদেশি বন্দী পালিয়েছে। তবে তাদের মধ্যে একজন ধরা পড়েছে। বাকি দুই জন এখনও পলাতক রয়েছে।  এসব ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। পলাতক দুই বাংলাদেশি বন্দীর খোঁজে কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক