শুক্রবার , ৪ নভেম্বর ২০১৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সাপাহারে সড়ক দূর্ঘটনায় নিহত ১: গুরুতর আহত ৩

Paris
নভেম্বর ৪, ২০১৬ ৮:০০ অপরাহ্ণ

সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার উপজেলার তেঘরীয়া মোড়ে চার্জার ভ্যানের সাথে বাঁশ বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ও ৩জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দূর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সাপাহার বাজার হতে যাত্রীবাহী একটি অটো ভ্যান তেঘরীয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিকে হতে আসা বাঁশ বোঝাই একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ভ্যানের যাত্রী লতিফর রহমান(৪০) ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত লতিফর উপজেলার বড়ডাঙ্গা গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে বলে জানা গেছে।
এছাড়া ওই ভ্যানের যাত্রী পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের মৃত মজির উদ্দীন এর ছেলে ফয়জুল হোসেন (৪৫), দনিশ্চিন্তপুর গ্রামের মৃত জিয়ার উদ্দীনের ছেলে হোসেন (৪৩) এব্ং একই গ্রামের ফইমদ্দিীন সোহেল (৩০) গুরুতর আহত হন।

 

আহতদের তাৎক্ষনিক সাপাহার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। নিহতের লোকজন রাস্তা থেকেই নিহতের লাশ তার বাড়ি নিয়ে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর