বৃহস্পতিবার , ১৩ এপ্রিল ২০১৭ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় অগ্নিকাণ্ডে ৯ টি ঘর পুড়ে ছাই:১০ লাখ টাকার ক্ষতি

Paris
এপ্রিল ১৩, ২০১৭ ৯:৫৫ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় বসতবাড়ি আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঝিনা দক্ষিণপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়ির তিন ভাইয়ের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।

 
জানা যায়, উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা দক্ষিণপাড়া গ্রামের সহোদর ভাই মহির উদ্দিন, আবদুল খালেক ও বারিক আলীর বাড়িতে রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের নয়টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে নগদ টাকা ও আসবাবপত্রসহ ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 
ক্ষতিগ্রস্থ মহির উদ্দিন বলেন, রান্না ঘর থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

 

ঘটনাটি নিশ্চিত করে আড়ানী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মাসুদ আলী বলেন, পুঠিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগে এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণ করে।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর