শুক্রবার , ২ নভেম্বর ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২১০০ সাল পর্যন্ত উন্নয়নের পরিকল্পনা নিয়েছি: শেখ হাসিনা

Paris
নভেম্বর ২, ২০১৮ ৬:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২১০০ সাল পর্যন্ত উন্নয়নের পরিকল্পনা নিয়েছি। এশিয়ার মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নশীল ও সমৃদ্ধিশালী দেশ। দেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত।

শনিবার বিকালে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা চাই। নৌকা মার্কায় ভোট চাই। যারা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন তারা হাত তুলে ওয়াদা করেন।

এরপর প্রধানমন্ত্রী জনসভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সবার সহযোগিতা চাই। সবাই সুন্দরভাবে বাঁচবেন। উন্নত জীবন পাবেন, সেটা আমরা চাই। তিনি বলেন, ময়মনসিংহ নতুন বিভাগ, এ বিভাগের উন্নয়নে সবার সহযোগিতা চাই।

প্রধানমন্ত্রী জনসভায় আগতদের ধন্যবাদ জানিয়ে বক্তব্যের শেষ অংশে বলেন, ‘বিদায়ের আগে এতটুকু বলে যেতে চাই, রিক্ত আমি, নিঃস্ব আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।’

 

সর্বশেষ - জাতীয়