২ এমপি, জেলা আ.লীগ সভাপতি, ডিসি, এসপি কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁয় আরও দুই এমপি কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা হলেন,  নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এবং নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। নওগাঁ- ২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর তারা কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান ও সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামানকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

কোভিড-১৯ আক্রান্ত সংসদ সদস্যের নির্বাচনী এলাকা পত্নীতলা-ধামইরহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ অনান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দকে কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ২৭ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।

ওই ভিডিও কনফারেন্সে থাকা জেলার দুই সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন কোয়ারেন্টাইনে আছেন।

তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হবে বলে জানান সিভিল সার্জন।

স/আর

আরও পড়ুন:

নওগাঁর এমপি শহীদুজ্জামান করোনাই আক্রান্ত