মঙ্গলবার , ৩০ মে ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১ জুন থেকে দ্বিতীয় দফায় বাড়ছে গ্যাসের দাম

Paris
মে ৩০, ২০১৭ ৪:৫৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আগামী ১ জুন থেকে দ্বিতীয় ধাপের গ্যাসের দাম বাড়ার কথা রয়েছে।

এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার (৩০ মে) চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

এ আদেশের ফলে ১ জুন থেকে গ্যাসের মূল্যবৃদ্ধিতে আপাতত কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আগামী ৫ জুন পর্যন্ত এ আদেশ স্থগিত করে চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।

আদালতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন মো. সাইফুল আলম।

গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী প্রথম দফায় গ্যাসের দাম বেড়েছে ১ মার্চ। প্রথম দফায় মূল্য বৃদ্ধির পর এক চুলার জন্য ৬০০ টাকা বেড়ে হয়েছে ৭৫০ টাকা এবং দুই চুলার ৬৫০ থেকে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা।

বিইআরসির আদেশ অনুযায়ী, জুন মাস থেকে এক চুলার জন্য ৯০০ টাকা ও দুই চুলার জন্য ৯৫০ টাকা দিতে হবে। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, তাদের জন্য জুন মাস থেকে প্রতি ঘনমিটার ১১ টাকা ২০ পয়সা ধার্য করা হয়েছিল।

তথ্য ;বাংলা ট্রিবি্উন

সর্বশেষ - জাতীয়