সোমবার , ২ সেপ্টেম্বর ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি কমান্ডার নিহত

Paris
সেপ্টেম্বর ২, ২০১৯ ১০:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন। হিজবুল্লাহর আল মানার টেলিভিশন ও ইরানের প্রেস টিভি এ খবর জানিয়েছে।

রোববার ইসরাইলের আভিভিম অঞ্চলে অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলা চালায় লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলায় একটি ইসরাইলি সামরিক যান ধ্বংস ও ট্যাংকের ভেতরে থাকা সেনারা নিহত হয়েছে বলে দাবি করে সংগঠনটি।

প্রেস টিভি জানায়, হিজবুল্লাহর হামলায় ইসরাইলের নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন। হতাহত সেনাদের হেলিকপ্টারে করে জিফ হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। তাছাড়া সীমান্তের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

টাইমস অব ইসরাইল আরবির খবরে বলা হয়, প্রাথমিকভাবে অভিযান সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছিল ইসরাইলি বাহিনী, কিন্তু কয়েক ঘন্টা পর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় তারা।

টাইমস অব ইসরাইলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আহত দুইজন সেনাকে উদ্ধার করে হেলিকপ্টারে তুলছে ইসরাইলি বাহিনী।

সর্বশেষ - আন্তর্জাতিক