শনিবার , ৩ জুলাই ২০২১ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হঠাৎ প্রচণ্ড শব্দে জাপানে ভয়াবহ ভূমিধস, ১৯ জন নিখোঁজ

Paris
জুলাই ৩, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৯ জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে সিজওকা কেনের (প্রদেশ) পার্বত্য অঞ্চলে হঠাৎ করে পাহড়ি ঢলের সঙ্গে ভূমিধসে ১০টি বাড়ি দুমড়ে-মুচড়ে ভেসে যায়।খবর কিয়োডো ও জাপান টাইমসের।
নিখোঁজদের বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় দুপুর নাগাদ দুজনের মরদেহ উদ্ধার করেছেন দমকল বাহিনীর ডুবুরীরা।

সিজওকা কেনের আতামি এলাকায় শনিবার সকালে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

জাপানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম এনএইচকেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় একটি বৌদ্ধ মন্দিরের পুরহিত বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে ভূমিধসে পাহাড়ের মাটি গলে নিচের দিকে বয়ে যেতে দেখে আমি ভয়ে পাহারের চূড়ার দিকে উঠে যাই। পরে ফিরে এসে দেখি মন্দিরের সামনে রাখা সব গাড়ি উধাও হয়ে গেছে।

আতামি সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ওই ভূমিধস হয়।

বহু ঘর ভেসে গেছে, সঙ্গে বিদ্যুতের খুঁটি এবং অসংখ্য গাড়িও কাঁদায় তলিয়ে গেছে। এলাকাটি এখন বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে।

এ ঘটনায় করনীয় নির্ধারনে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।

https://youtu.be/KAysTE7uzDk

সর্বশেষ - আন্তর্জাতিক