বুধবার , ২৯ ডিসেম্বর ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হংকংয়ে অনলাইন নিউজের অফিসে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার

Paris
ডিসেম্বর ২৯, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ

হংকংয়ের অনলাইন পোর্টাল স্ট্যান্ড নিউজের অফিসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ৬ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মূলক প্রকাশনা প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার স্ট্যান্ড নিউজের অফিসে চালানো অভিযানে পুলিশের দুইশ’র বেশি সদস্য অংশ নেন। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রাসঙ্গিক তথ্য অনুসন্ধান ও জব্দ করার অনুমোদন দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে স্ট্যান্ড নিউজের বর্তমান এবং প্রাক্তন প্রধান সম্পাদকরা আছেন, সেইসাথে পপ তারকা গণতন্ত্রের আইকন ডেনিস হো রয়েছেন। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি নিশ্চিত করেছেন, তাকে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সেখানকার পুলিশ জানিয়েছে, তারা ৩৪ থেকে ৭৩ বছর বয়সী তিনজন পুরুষ ও তিনজন নারীকে গ্রেফতার করেছে। তাদের বাড়িতে তল্লাশি চলছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মূলক প্রকাশনা প্রকাশের অভিযোগ রয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক