বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সড়কে পুলিশ চাঁদাবাজি করলে ৯৯৯ ফোন দিন : রাজশাহী ডিআইজি

Paris
এপ্রিল ১৩, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বলেছেন, ‘রাজশাহী বিভাগের কোন জায়গায় যদি কোন পুলিশ সদস্য চাঁদাবাজি করে তাহলে সরকারি পরিসেবা ৯৯৯ বা রাজশাহী জেলা পুলিশের ০১৩২০১২২৪৯৮ হট নম্বরে ফোন করুন। সেই অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে দোষী সাব্যস্ত হলে তাকে চাকরিচ্যুত করা হবে।’

বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় রাজশাহীর বানেশ্বরে পবিত্র ঈদ-উল-ফিতর সামনে রেখে ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে নানা শ্রেণি পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোজাহিদুল ইসলাম,পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম সহ বিভিন্ন পরিবহন সেক্টরের নেতৃবৃন্দরা।

রাজশাহী ডিআইজি বাতেন আরও বলেন, ট্রাফিক পুলিশের চাঁদাবাজি সেই চাকরির শুরু থেকেই শুনে আসছি। কেন? এই সেক্টরের ওপর বদনাম কেন যাবে! রাস্তায় রাস্তায় পৌরসভা থেকে চাঁদা তুলবে! এটিরও একটি সিস্টেম আছে। কেন সেটা করবে? আর সব দায়দায়িত্ব আসবে পুলিশের কাঁধে পুলিশ চাঁদা খায়।

ওই যে একজন বলছে (পরিবহন) নেতা। যতসব পৌরসভার টেক্স তুলে আর সেটি চাপে হলো পুলিশের কাঁধে। সবাই শুদ্ধ মানুষ, অশুদ্ধ মানুষ শুধু পুলিশ। এই বদনাম আমরা নিতে চাই না। আমরা রাজশাহীতে চাঁদা মুক্ত পুলিশ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন ডিআইজি।

এছাড়াও পবিত্র ঈদ-উল-ফিতর সামনে রেখে আগামী ১৬ এপ্রিল থেকে রাজশাহী জেলার সড়কে পাশে ফুটপাত মুক্ত করে যানজট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর