শুক্রবার , ৬ অক্টোবর ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

Paris
অক্টোবর ৬, ২০১৭ ১১:০৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর৷ ঘটনাটি ঘটেছে, ভারতের মেমারি থানার পালসিটের কাছে ২ নম্বর জাতীয় সড়কে। নিহতদের নাম- অরূপ মালিক (১৭), নীল অধিকারী (১৬) এবং রবিজিত মালিক (২১)৷ অরূপের বাড়ি খণ্ডঘোষের চণ্ডীপুর গ্রামে৷ নীল ও রবিজিতের বাড়ি মেমারির উলোড়া গ্রামে৷ মৃত অরূপ মালিক একাদশ শ্রেণিতে পড়ত খণ্ডঘোষের সসংজ্ঞ হাইস্কুলে৷

মৃত নীল অধিকারীর আত্মীয় রাজু অধিকারী এদিন জানিয়েছেন, নবমীর দিন অরূপ মালিক তার মামার বাড়ি উলোড়া গ্রামে আসে৷ এরপর নীল এবং রবিজিতকে সঙ্গে নিয়ে রবিজিতের দিদির বাড়ি মেমারীর খাঁড়গ্রামে লক্ষ্মীপুজো উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করতে যায়৷ রাতে তিন জনেই খাওয়া-দাওয়া করে খাঁড়গ্রাম থেকে একটি মোটরবাইকে বাড়ি ফেরছিলেন৷ পথে দু’নম্বর জাতীয় সড়কে পালসিট মোড়ে পিছন থেকে একটি লরি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রবিজিত মালিকের৷

আশঙ্কাজনক অবস্থায় তিন জনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর রাত প্রায় সাড়ে ১১টায় মৃত্যু হয় অরূপ মালিক ও নীল অধিকারীর৷ জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিল রবিজিত মালিক৷ রবিজিত পড়াশোনা করত না৷ বাড়িতেই টুকটাক কাজ করত৷ নীল অধিকারী রাজমিস্ত্রির কাজ করত বাইরে৷ গত বিশ্বকর্মা পুজোর সময় বাড়ি ফিরেছিল৷

অন্যদিকে, পুলিশ জানিয়েছে নীল মোটর বাইকে ছিল না৷ লরিটি প্রথম মোটরবাইকে ধাক্কা মারার পর রাস্তার পাশে থাকা নীলকে ধাক্কা মারে৷ পুলিশ লরিটিকে আটক করলেও পলাতক লরির চালক ও খালাসি৷ লরিটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল৷ শুক্রবার বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে মৃত তিনজনের ময়না তদন্ত হয়৷ সূত্র: ইন্টারনেট

সর্বশেষ - আন্তর্জাতিক