সোমবার , ২৯ আগস্ট ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্যামসাং ফ্লিপ ফোনের তথ্য ফাঁস

Paris
আগস্ট ২৯, ২০১৬ ৬:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ফোল্ডার ২ নামে নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে। অনলাইনে ফাঁস হয়েছে ফোনটির ছবি। এক সময়ের জনপ্রিয় ও স্টাইলিশ ফ্লিপ এই ফোনেটির উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য।

ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, সোনালী রঙের পাতলা বডির ফোনটিতে কিপ্যাডসহ ৩.৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসরের ফোনটির ডিসপ্লে রেজুলেশন ৪৮০*৮০০ পিক্সেল।

ফ্লিপ ফোনটিতে রয়েছে ২ গিগাবাইট র‍্যাম এবং ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে ডিভাইসটিতে।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ফোনটিতে ছবি তোলার জন্য পিছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটির পুরত্ব ১২২*৬০.২*১৫*৫ এমএম এবং ওজন ১৫৫ গ্রাম। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৬.০।

ফোনটির মূল্য কত হতে পারে সেই সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে মিডরেঞ্জ ব্যবহারকরীদের উপযোগী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী বছর বাজারে দেখা মিলতে পারে এই ফোনটির। মূলত ফ্লিপ স্টাইলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ফোনটি বাজারে জনপ্রিয় করতে চায় স্যামসাং।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি