বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২০ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্মাইলস গ্রাহকদের বিমান টিকিটে ১২ শতাংশ ছাড়

Paris
জানুয়ারি ৯, ২০২০ ৭:৪৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অষ্টম বর্ষে পা দিল বেসরকারি বিমান সংস্থা নভো এয়ার। ২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে নভোএয়ার। এ পর্যন্ত ৬১ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৩৩ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে বেসরকারি এই বিমান সংস্থা।

বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), ট্রাভেল এজেন্সি ও দিনের বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের সঙ্গে নানান আয়োজনে সপ্তম বর্ষপূর্তি উদযাপন করছে নভোএয়ার।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘আমরা সবসময়ই যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। ইতোমধ্যে নভোএয়ার নিরাপদ ভ্রমণে যাত্রীদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার মান আরও বাড়ানোর জন্য প্রতিনিয়ত নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা করতে আমাদের বহরে যুক্ত হয়েছে সপ্তম উড়োজাহাজ। যাত্রীদের টিকিট কেনা সহজ রাখতে মোবাইল অ্যাপ ও চেক-ইন প্রক্রিয়া সহজ করতে ওয়েব চেক-ইন প্রক্রিয়া চালু করা হয়েছে।’

অষ্টম বছরে যাত্রী চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ এবং বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।

অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে ‘স্মাইলস’ গ্রাহকদের জন্য টিকিটের মূল্যে ১২ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নভোএয়ারের বিক্রয় কেন্দ্রে এই সেবা পাওয়া যাবে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।

সর্বশেষ - জাতীয়