মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হচ্ছে’

Paris
ফেব্রুয়ারি ১, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তার যেকোনো সময় ব্লিডিং হতে পারে বলে জানিয়েছেন এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী।

আজ মঙ্গলবার রাজধানীর এভার কেয়ার হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এভার কেয়ার হাসপাতালে গত জানুয়ারি মাসে ৩৮০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। তাই তাঁর স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে ৮০ দিন পর তাকে বাসায় নেওয়া হচ্ছে।

তাকে বাসায় বসে চিকিৎসা দেওয়া হবে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সবশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। গত ১৩ নভেম্বর তার বাসভবন ফিরোজায় রক্তবমির পরপরই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভার কেয়ারের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম তাকে চিকিৎসা দিচ্ছে।

এ সময় ডা. এ কিউ এম মহসিন, ডা. শামসুল আরেফিন, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ প্রায় ১৫ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত