স্বামীর মৃত্যুর ১৫ মাস পর সন্তান জন্ম দিলেন তরুণী

সিল্কসিটি নিউজ ডেস্ক:

স্বামীর মৃত্যুর ১৫ মাস পর সন্তানের জন্ম দিয়েছেন এক তরুণী। মৃত স্বামীর শুক্রাণু সংগ্রহ করে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএম পদ্ধতিতে সন্তানের জন্ম দেন তিনি।

অলিম্পিকে দুইবারের স্নোবোর্ড চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় আলেক্স পুলিনের মৃত্যুর ১৫ মাস পর তার স্ত্রী এলিডি পুলিন গত ২৫ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দেন। এলিডি নিজেই ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন।

২০২০ সালের জুলাই মাসে অস্টেলিয়ার গোল্ড কোস্টে মাছ ধরতে গিয়ে এক দুর্ঘটনায় ৩২ বছর বয়সী এই তারকা খেলোয়াড়ের মৃত্যু হয়।

চলতি বছরের জুলাই মাসে ইনস্টাগ্রামে নিজের অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর জানান এলিডি।

ওই পোস্টে তিনি বলেন, তিনি আর তার স্বামী কয়েক বছর ধরেই  সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। আলেক্সের মৃত্যুর আগে তারা আইভিএম পদ্ধতিতে সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন। দুর্ঘটনায় আলেক্সের মৃত্যুর পর তার সংগৃহীত শুক্রাণুর মাধ্যমে সন্তান জন্ম দেন এলিডি।

ওই পোস্টে এলিডি বলেন, যে মাসে আলেক্স মারা যায় সেই মাসেই আইভিএম পদ্ধতিতে গর্ভধারণের কথা ছিল তার। কিন্তু তিনি কখনো ভাবেননি মা হওয়ার এই লড়াইটা তাকে একাই চালিয়ে যেতে হবে।

নিজের মা হওয়ার অভিজ্ঞতাকে অম্লমধুর বলে অভিহিত করেছেন এলিডি।

সূত্র:যুগান্তর