বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্বস্তিতে কেকেআর, ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন শুভমন গিল

Paris
আগস্ট ১৯, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ

অবশেষে চোট থেকে মুক্ত হলেন তিনি। আইপিএলের দ্বিতীয়ার্ধে সংযুক্ত আরব আমিরাতে মাঠে দেখা যাবে শুভমন গিলকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর চোট পান শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ না খেলে ফিরে আসতে হয় ভারতীয় দলের এই ওপেনারকে। এরপর চলে চোট সারানোর প্রস্তুতি। অবশেষে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমি শুভমনকে ফিট ঘোষণা করল। যেই খবরে স্বস্তিতে কেকেআর।

আগামী মাসেই শুরু হবে বাকি আইপিএলের ম্যাচ। তার আগে নাইট শিবিরের জন্য সুখবর। চোট সারিয়ে এখন ফিট শুভমন গিল। নাইটদের ওপেনে অন্যতম ভরসা শুভমনের ফিট হওয়ায় স্বস্তিতে ইয়ন মরগ্যানের দল। শুভমন গিল জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্যাব করছিলেন ইংল্যান্ড থেকে ফিরে। অবশেষে ফিট ঘোষণা করা হল তাকে। খেলার ছাড়পত্রও পেলেন এই তরুণ ব্যাটসম্যান। শুভমনকে রেখেই এবার দল সাজাচ্ছেন কেকেআর কোচ ব্র্যান্ডন  ম্যাককালাম।

তবে এখনই শুভমন গিলকে ছাড়া হচ্ছেনা এনসিএ থেকে। এনসিএ সূত্রের খবর, আরও এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে শুভমনকে। তারপর তাকে ছাড়া হবে এনসিএ থেকে। চোটের জন্য ইংল্যান্ড সিরিজের মাঝপথে ফিরে আসতে হয়েছে। গত অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে নজর কেড়েছিলেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান। তবে এবার ইংল্যান্ড সিরিজে খেলতে না পেরে হতাশ শুভমন গিল।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা