শনিবার , ১৭ আগস্ট ২০১৯ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্ত্রীকে ফেলে কাকে বাঁচাবেন রায়ান?

Paris
আগস্ট ১৭, ২০১৯ ৫:৪৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হলিউড তারকা রায়ান রেনল্ডস যে খুব রসিক, এটা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাগুলো দেখলেই বোঝা যায়। স্ত্রী ব্লেক লিভলিকে খ্যাপানোর জন্য তাঁর লেখা পোস্টগুলো প্রায়ই ভাইরাল হয়ে যায়। এবারও তেমন হলো। রায়ানকে একটি বিশেষ উপহার দিলেন স্ত্রী অভিনেত্রী ব্লেক। আর সেখানেও রায়ান স্ত্রীকে খ্যাপাতে ভুললেন না।

রায়ানকে কোনো এক অজ্ঞাত কারণে একটি বিশেষ চিত্রকর্ম উপহার দিয়েছেন ব্লেক লিভলি। সেই চিত্রকর্ম দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন রায়ান। ইনস্টাগ্রামে চিত্রকর্মের পাশে দাঁড়িয়ে তাঁর একটি ছবি পোস্ট করে লিখেছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা যায়, একটি ছেলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি বাড়ি পত্রিকা বিলি করছে। রায়ান জানান, এটা তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি। তাঁর জীবনের প্রথম চাকরি ছিল বাড়ি বাড়ি পত্রিকা বিলি করা। যুক্তরাষ্ট্রের ভ্যানকুভার এলাকায় পত্রিকা বিলি করতেন তিনি। তাই ছবিতে নিজের কৈশোরকে দেখে আবেগপ্রবণ হন। তা ছাড়া চিত্রকর্মে থাকা বাড়িটি হচ্ছে রায়ানের বেড়ে ওঠার জায়গা। ওই বাড়িতেই ছোটবেলা কেটেছে তাঁর। তাই এত এত স্মৃতিবিজড়িত ছবিটি রায়ানের জীবনের সেরা উপহার হয়ে উঠেছে।

‘ডেডপুল’ ছবির তারকা রায়ানের লেখা বিশাল ইনস্টাগ্রাম পোস্টের শেষে স্ত্রী ব্লেকের জন্য ছিল একটা মজার লাইন। রায়ান লিখেছেন, ‘এখন যদি আমাদের বাড়িতে আগুন লাগে, তাহলে আমি সবার আগে এই চিত্রকর্ম নিয়ে দৌড়ে পালাব। ওটাকে নিরাপদ জায়গায় রেখে এর পরে আসব স্ত্রী ব্লেককে বাঁচাতে।

ব্লেক লিভলির অনুরোধে রায়ানের জন্য বিশেষ এই চিত্রকর্ম এঁকেছেন মার্কিন চিত্রকর ড্যানি গ্যালিয়েটো। ড্যানিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আঁকা এই চিত্রকর্ম নিয়ে লিখেছেন দু–চার লাইন। বলেছেন, ‘ব্লেক আমাকে কাজটি যখন দেন, তখনই বুঝেছিলাম এটা তাঁর এবং তাঁর স্বামী রায়ানের জন্য কতটা বিশেষ। আমি চেষ্টা করেছি তাঁদের সেই আবেগ আর ভালোবাসাকে ক্যানভাসে ধারণ করতে। আমি গর্বিত এমন একটি কাজের অংশ হতে পেরে।

২০১২ সালে হলিউড অভিনেতা রায়ান রেনল্ডস ও অভিনেত্রী ব্লেক লিভলি বিয়ে করেন। তাঁদের সংসারে আছে দুই মেয়ে জেমস (৪) ও ইনেজ (২ বছর ৬ মাস)। এই দম্পতির সংসারে শিগগিরই আসছে তৃতীয় সন্তান। গত মে মাসে রায়ানের ছবি ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে নতুন অতিথি আসার সংবাদটি রায়ান ও ব্লেক সবাইকে জানান। এই দম্পতি এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তাঁরা চান তাঁদের ঘর বাচ্চাকাচ্চায় ভরা থাকুক। ২০১২ সালে একটি সাক্ষাৎকারে ব্লেককে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি কয় সন্তানের মা হতে চান?’ জবাবে ব্লেক বলেন, ‘আমি চাই একটা বিশাল বড় পরিবার। সম্ভব হলে তো আমি ৩০ জন (সন্তান) চাই।

মা-বাবা হিসেবে ব্লেক-রায়ানের প্রশংসা বন্ধুমহলে বেশ। তাঁরা দুজন কখনো একসঙ্গে কাজে ব্যস্ত থাকেন না। সন্তান লালন-পালন বিষয়ে রায়ান একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি আর ব্লেক কখনোই একসঙ্গে সিনেমার কাজ নিই না। যখন ব্লেক কোনো সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়, শুটিংয়ে যায়, তখন আমি থাকি বাচ্চাদের সঙ্গে। ব্লেক যেখানে শুটিং করতে যায়, আমরাও সেখানে যাই। আবার আমি যখন কাজ শুরু করি, তখন আমার সঙ্গে ব্লেক আর বাচ্চারা যায়। এভাবেই আমরা যেখানে যাই একসঙ্গে যাই। সেটা ব্যাংকক হোক বা ব্রাজিল। পরিবারের সবাই যেখানে থাকে, সেটাই হয়ে ওঠে আমাদের ঘর।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ