বৃহস্পতিবার , ১৮ জুলাই ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্ত্রীকে জবাই করে হত্যায় রাজশাহীর আদালতে স্বামীর ফাঁসির আদেশ

Paris
জুলাই ১৮, ২০১৯ ১২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

স্ত্রী সুফিয়া খাতুন বুলবুলিকে জবাই করে হত্যায় স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে রাজশাহীর আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে বিচারক ও.এইচ.এম ইলিয়াস হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলো আসামি।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, নগরীর বায়া কোলাবাড়ি এলাকার এলকারমুল হকের ছেলে আয়নাল হক (৩০)। এসময় ৫০ হাজার টাকা জমিমানা করা হয় আসামিকে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ১৬ এপ্রিল স্ত্রী সুফিয়া খাতুনকে বাড়ির উঠানে পেছন থেকে জবাই করে হত্যা করে স্বামী আয়নাল হক। এই ঘটনার পরে নগরীর শাহ মখদুম থানায় নিহত বুলবুলির বাবা জয়নাল বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন আয়নাল হকের বিরুদ্ধে। এর আগে ঘটনাস্থল থেকেই আসামি আয়নাল হককে আটক করে পুলিশ। পরে এই মামলায় আদালতে চালান করা হয় আয়নাল হককে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসান আহম্মেদ শাহিন সাংবাদিকদের জানান, ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয় এই মামলায়। স্বাক্ষ্যগ্রহণ শেষে হত্যাকাণ্ডের বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে। তাই আদালত আসামি আয়নাল হককে ফাঁসির আদেশ দেয়।

 

স/আ

সর্বশেষ - রাজশাহীর খবর