বৃহস্পতিবার , ২০ জুন ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সৌম্যের প্রথম ওভারেই উইকেট

Paris
জুন ২০, ২০১৯ ৬:০৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। তাঁদের জায়গায় দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন ও ব্যাটসম্যান সাব্বির রহমান। এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আকাশ পরিষ্কার।

৩৪ ওভারে ১ উইকেটে ১৯৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। সৌম্য ফিরিয়েছেন ফিঞ্চকে (৫৩)। ২১তম ওভারে আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দিয়েছেন সৌম্য। তবে ওয়ার্নার অন্যপ্রান্তে অটল, এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। পঞ্চম ওভারেই ওয়ার্নারকে ফিরতে হতো। মাশরাফির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ ফেলেছেন সাব্বির। ওয়ার্নারের রান তখন ছিল ১০। ওয়ার্নার বাংলাদেশের আফসোস বাড়াচ্ছেন। তাঁর সঙ্গী খাজা অপরাজিত আছেন ৩৪ রানে।

বিশ্বকাপে পাঁচ ম্যাচে এ পর্যন্ত ২ জয় পেয়েছে বাংলাদেশ। ২টি ম্যাচে হেরেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে এ ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ - খেলা